=
তোমার আরাম হয়?
এমন কিছু নেই, আর!
কাল-বোশেখী ঝড়ে সব-
তুলে নিয়ে গেছে- যুৎ!


যার নায়ে- তোমাকে নিয়ে,
ভাসানো যেতো- স্বপ্নে'র ভূমি।
সেখানে চাষ হতো- প্রজন্ম।


আজ আর- বীজ-তলা নেই!
তাই, রুক্ষতায়- সুক্ষ হতে, এসো।


রংয়ে রংয়ে মিশ্র-রঙ্গীন হবো-
প্রেমে'র হাওয়ায়- তোমার।
হৃদয়ে'র অ-জানায়- তরী'র তারায়।


কী রাজি-তো??
=


রচনা-সময়- ১৮.০৫.২০১৮
=