=
সর্ব-কালে'র বিরহ' দুঃখে'র সামিয়ানা টানায়-
ও'র বলায়, লেখায় আর- যতো উপস্থাপনায়৷
-------
জানি-না ও'র ভেতরে, দুঃখ সমুদ্র বানিয়েছে, কিনা৷
আসলে নজরে পড়ে বোলে, ও' আমার কবিতা'র বিষয়৷
কবিতা- দুঃখ ভালোবাসে, সুখে'র চেয়ে বেশী, হয়-তো!
তা'ই ও'-কে জড়িয়ে নেয়, আপন প্রতাপ-হীন অধিকারে৷
তা-তে দুঃখ-মোচন বেওয়ারিস লাশ হয়ে'ই পড়ে থাকে৷
-------
ভালোবাসা'র সদর-ঘাটে মিলন না হলে, তা- উদ্বাস্তু'র সামিল৷
কথা হয়, বিনিময়ও হয়- আবেগ-খসা হৃদয়ে'র জারিজুরি৷
কিন্তু- শুক্র' দুঃখ লাঘব'- এর যে জরায়ুমন্ত্র, তা-তে ফুঁ দিতে অ-পার৷
তবু- বিকেল-টা সকাল'- এর সৌরভ পেতে, কামনা'র দিলদার৷৷
=
ম. প্র. (১৮-০৭-২০২০)
=