=
ঘৃণা'র পৃষ্ঠা-গুলো বাতাসে উড়ে গিয়ে,
জমা হয়- অ-হেতুকে'র বন্দর !
বন্দরে'র অধিভুক্ত দরজা-গুলো সোনা-ঘুমে মত্ত ।
জাগন আর- জাগরণে'র নদী-তে
মিমাংসা'র ঢেউ-গুলো হাওয়া'র দোলনায়- রপ্ত হতে হতে,
এখন- স্বার্থপরতা'র একেক-টা সুতন্বি এমজে'র মুরিদ !
নারী-দূতে'র বাহক হতে, তাদের মজায়- ব্যাপক ।
অ-বন্ধক রচনা'র পৃথিবী-তে
ও-রা ক্রমশঃ দৌরাত্ম্য-হীনে'র পথে ।
এই আশাবাদে মুখ ঢাকলে'ই যে-
প্রসারণ বেল পাবে, তাও নয় ।
প্রকৃত'ই প্রতিবন্ধী সময়'- এর পায়ে-
নূপুর পরানো কারও সাধ্যি হয়-না ।।
=
ম. প্র. (২৯-১০-২০২১)
=