=
মূল্যবানে, মূল্যমানে- যে-টা বড়ো, বিশাল, অঢেল?
সে-টা তোলা'ই থাকে, সব-খানে, সব-ভাবে!
তাই, তার নিবেদনে- জমা পড়ে, নির্দম হাহাকার।
সে হতে, জন্ম নেয়- তাকে অর্জনে'র নেশা।
নেশা হতে, না পাওয়া'র ক্রোধ, খামতি, হিংসা।
আর- সেই পুড়িয়ে দেয়- স্বপ্ন, স্মৃতি, ইচ্ছা'র মতি, জীবন-ব্যাপ্তি।
শিকার, আর- শিকারি, দুই'ই- অনুরূপে'র ভোগান্তিক!
তবু- চর্চা থাকে, অনর্গল- শিকার হতে শিকারি'র!!
=


রচনা-সময়- ১৭-০৬-২০১৮
=