=
আর সব যায়, যাক-
তুই আর- কবিতা থাক।
জানি-না, আমার-
তোকে, না- কবিতা-কে,
বেশি দরকার!
হয়-তো তুই- উৎস ধরে।
হয়-তো কবিতা- নির্মাণ বলে।
তোকে যদি- না ছুঁই?
কবিতা হয়, কই?
তোকে নিয়ে'ই, কবিতা।
হয়-তো-
কবিতা-কে নিয়ে'ই, তুই।
এও জানি-না,
তুই আর- কবিতা
সম্পূরক, না- পরিপূরক!
জানি শুধু-
তোকে না হলে,
আমার- কবিতা হয়-না!
কবিতা না হলে,
তুই হয়ে যাস- অযথা!!
=


রচনা-সময়- ১৩-০৬-২০১৮
=