এদেশ মুসলিমের, এদেশ হিন্দুদের, এ দেশ সর্ব-সুতর দেশ,
পরন্ত সবাই এক বাঙালী, সে জাতির গুনের দেশ।
এদেশ নহে নির্যাতনের, এ দেশ নহে অবৈধ শাসন বাহুল্যের
এদেশ বাঙালীর সাদৃঢ়ের দেশ, এ দেশ বাঙালী মােয়র দেশ
এ দেশ বাঙালীর দক্ষতা, কুষল ও দৈহিকের আহবে অর্জিতর দেশ।
এদেশ বাংলা মায়ের বিশ্ব মর্যাদার দেশ।

আইনই জনগনের সম পরিবেশ পরিস্থিতি মাত্র- এবং আইনের অগ্রাধিকারই জনগনের মূল স্বাধীনতা প্রকৃত নিশ্চিত ও অধিকার সমপূর্ন। আইনই জনসমষ্টির ত্রান ও নিষ্ট সুকল।
যে রাষ্ট্রের সমাজ পরিবেশর মধ্যে সাম্প্রদায়িকতা অধিক সে রাষ্ট্রে কভু সমসাম্য ত্রাত থাকে না। জাত রাশির লোকেরা নিম্ন শ্রেনীর লোকদের সাথে সন্ধি স্থাপন করতে নারাজ থাকে। ও তাহাদের কে উহ্যর পৌর ধরন করে নেয়। এর ফলে রাষ্ট্র সমাজে দৃঢ় ভারসাম্যের ব্যাতিরেক হয়ে তাদের উত্তেরাত্তর হীনে যতক্ষন অবিভাজ্য জনগন থাকবে ততক্ষন সে রাষ্ট্রের জনগনের জাতীয় ঐক্য বলিষ্ট ক্রমে থাকে রাষ্ট্রকে তত শক্তিশালী করে গড়ে তুলতে সক্ষম হবে এবং রাষ্ট্রে জনগন ততক্ষন বিচ্ছিন্ন ও উত্তেজনা হীনে ঐক্যবদ্ধ হয়ে সম প্রযোজ্য ভাবে বসবাস করবে ও নিতী নিষ্ট জীবনের সুষ্ঠু পরিচ্ছন্ন মধ্যে বা সমাজে বাস্তবায়ন করা হবেনা ততক্ষন সে রাষ্ট্রের জনঐক্য শক্তি বা পূর্ন স্বাধীনতা রচনা করা কভু সাধারন হবে না।


প্রেরক- মনজু আহমদ