আসে ওই মহা মানব দেশে


আসে ওই মহা মানব দেশে
বিশ্ব চিরল কিরন চিরে!
প্রহরের কিনারে সূর্যের অভিমুখে,
দুলায় শীর মর্ত্য ধ্বনির দুয়ারে।
দিকে দিকে পুষ্প ফুটে।
শীর তুলা ওই মানবের!


মর্ত্য ধ্বনি বাজে সে মহৎ সাদ্র,
বিশ্ব লােকে পুজ‌্যে করে মহা যজ্ঞ,
এল মহা মানবের আহমনের ধণ্য।
আজি চাপল বানী রক্ত পানস্কর যত।
মসৃন ভ"রে হয়ে গেল সব নিষ্ট।
এ বিনীত শ্রী মহা কলরবে আহ্রাদ উদঘাটন,
ওই মহা মানবের প্রকাশে,
সত্যময় হে সত্য ময়হে মানব নির্ভয়,
বৈধ শাসন যন্ত্র উটিল এ দেশে!



প্রেরক-    মনজু আহমদ