চির-জাতির মর্ম


একটি জাতিকে যত দিবা অবধি অবৈধ শাসন দ্বারা সরকার রাষ্ট্র পরিচালনা করবে, তত দিবা জাতি অবৈধ শাসনে শাসিত থাকবে। ও সকল জনগনের পূর্ণ নীতি পরায়নতা শঙ্খিত হয়ে থাকবে। এবং সে জাতি বা রাষ্ট্রের শাশ্বত নিষ্ট পূর্ণ জীবনের সঠিক মুক্ত অবস্থান থাকবেনা। হেতু সে রাষ্ট্রের তান্ত্রিক মনোভাব কে অপলাপ করে থাকে পক্ষান্তর অভিমুখী ক্রমে জাতির স্বার্থে সাধনা হীনে ব্যক্তি স্বার্থে কুরীতির পূর্ণ অপরাধ বা অবৈধ সকল পরিবেশ বিস্তার করবে। কেননা স্বৈরাচারীতা ব্যক্তির স্বার্থে সাধনার ধর্ম ও ভিত্তিক্রম কর্ম। আর যে জাতি অবৈধ শাসনের বনামে ঐক্যবদ্ধ ভাবে উপনিত হয়ে যাবে। সে জাতি কদাপি আর অবৈধ শাসনে শাসিত থাকবে না। কেননা জাতির ঐক্যে রাষ্ট্র গঠিত ফের জাতির ঐক্যেই হতে পারে রাষ্ট্রের অনৈতিক কর্মকান্ড নৃত্য অবসান। আর যত দিবা অবধি যে জাতি ঐক্যের উন্নতিতে উপনিত হবে না। ততদিবা অবধি সে জাতি অবৈধ শাসনের উকরে লাঞ্ছিত ও বঞ্ছিত ভাবে জীবন যাপন অনিবার্য ধারন করতে হবে।


প্রকাশকাল-  
৭ই ফেব্রুয়ারী ২০১৫ ইংরেজী,
২৫শে মাঘ ১৪২১ বাংলা


প্রেরক-  মনজু আহমদ