এইখানে এক আশ্রয় স্থল
খুলে বসে আছে দানবীর
সংকেত পেলেই দুঃখের দল
করে একে একে এসে ভীড়!


জাহাজ ছেড়ে নাবিকেরা আসে
মাঠ ছেড়ে আসে চাষী
উল্লাসে মেতে উল্লাসে ভেসে
আছে দেশছাড়া যত প্রবাসী!


গেরস্থ যত আসে দলে দলে
আসে দল ছাড়া শত বিবাগী
আছে বহু তবু নেই নেই বলে
আসে ধনীকের মত অভাবী!


কাঙালেরা আসে দুর্বল পায়ে
দেখ,বাক্সের মতন বুক
শান্তির মা আসে শান্তিকে নিয়ে
কাঁদে;বলে শান্তির খুব অসুখ!


প্রেমিকেরা আসে,আসে প্রেমিকা
কেন আসে কে জানে?
জীবনের ছবি বেরঙ-এ আঁকা
তবু আঁধা আসে কি প্রয়োজনে?


একটাই ঘর, একপদ খাবার
তবু নেই কারও অভিযোগ
ক্ষুধা পেটে বলে চাই নাকো আর
শুধু মাঝে মাঝে এক অনুযোগ।


বড় হোক আরও হোক আরও বড়
এই দুঃখ শরণ শিবির
সংকেত হোক গাঢ় থেকে গাঢ়
লাল হোক আরও গভীর!


কি এমন খনি আছে এই বুকে
এত দুঃখ করে ভীড়?
সুখ যত সব উড়ে উড়ে ডাকে
কেন এইখানে আমি স্থির?


দুঃখকে পুষি, দুঃখীকে পুষি
আমি দুঃখকে দিই ভোগ
তবু দেখ আমি কত সুখে হাসি
গোপনে পুষি না রোগ!


'মমি'