সেইখানে এইরূপে জোছনা করে ভর
শিশিরে স্নাত মাটির 'পর
_______ এইভাবে শিউলী ঝরে !


নদীর ওপারে
সেইখানে অশোকের বনে আগুন করে খেলা।
জোনাকির অবহেলা সয়ে সয়ে তারারা আলোক জ্বালে।


বেলী ফুলে বাতাসের সিঁড়ি বেয়ে এসে নামে রাতপরীদের দল।


ঢেকে দিলে মেঘ সূর্যমুখী লুকিয়ে পড়ে
বাদুড়ের ঘরে দুধ পিয়োয় আঁধা শাবক;
_____যুবা বক বুড়ো সেজে ঠোঁটে করে রূপোলি পোনা আটক!


সেইখানেও এইরূপেই বৃষ্টি হয়
ভিজবার বিস্ময় নতুন কবিকে ভাবায়
_____ বড় বড় মেঘগুলো আকাশের স্তন নাকি গর্ভের জল?


সেইখানে প্রেমের নাম নিলে সমুদ্র গর্জায়
ঝুম বর্ষায় পলকে রোদ ওঠে
_____ কাছিমের পিঠে চেপে আসে অপ্রেম সকল।


সেইখানেও প্রেমিকার নামে আছে তাজমহল
বৃক্ষের দল সেইখানেও নির্বাক গানই গায়
কিশোরীর পা'য় সেইখানেও রূপার নূপুরই মানায়।
সেইখানে কিশোর পাশের বেলকনির প্রেমে পড়ে
_____তারপর বড় হল সব ভুলে যায়।


সেইখানে এইরূপ সবই আছে
আয়নার কাচে আছে প্রতিবিম্ব;
তবু সেইখানে কি যেন নাই
_____সেইখানে যাবে কেউ,কেউ যেতে চায়?


মনোজ মিত্র!