নিজেকে মাঝে মাঝে উদ্বাস্তু ভাবতে
বেশ ভাল লাগে।
নিজের ঠিকানা খুজে ফিরি,
কোথা থেকে বা এসেছিলাম?
কোথায়ই বা যাব?


রাস্তায় একলা হাঁটতে হাঁটতে ক্লান্ত,
তবু রাস্তায় হেঁটে যাই। হেঁটে যাই।
এক একটা পা ফেলবার সাথে সাথে
এক একটা কবিতার চরণ
মাথায় চলে আসে মাঝে মাঝে।


আজকে শেষবারের মত রাস্তায়
হেঁটে বেড়াব, নিজের ঠিকানা?
খুঁজে বের করব আজই।
জানি দিন শেষে পাবনা দেখা
আজই আমার শেষ কবিতাটা লেখা।


তোমারই বা ঠিকানা কোথায়?
কোথা হতে এসেছ?
যাচ্ছই বা কোথায়?
চলে যাবে? খোদা হাফেজ
আটকাবনা তোমায়।
শুধু বুকের বা দিকটায়
হাত দিয়ে, কেমন যেন
খালি খালি লাগছে।