ভাবছিলাম তোমায় কোন বিশেষনে
বিশেষায়িত করা যায়,
বুঝলাম ঘুরে ফিরছি তোমার অন্বেষণে
কিন্তু তোমায় পাওয়া বড় দায়!


তুমি চায়ের কাপের শেষ চুমুকটার মত
কিংবা সিগারেটের শেষ টান,
ইচ্ছেগুলো দানা বেঁধে আছে মনে যত
হারিয়েছি তএোমাতে মন-প্রাণ।


তূমি মায়ের হাতের তৈরী ভাপা পিঠা
কিংবা আকাশের মুক্ত নীল পাখি,
পদার্থের খাতায় গামা, আলফা, বিটা
কিংবা ঘুমিয়ে যাওয়া কাল দু'আখি।


তুমি ঈশ্বরের সবচাইতে সুন্দরতম সৃষ্টি
তুলোর চাইতে নরম, ইস্পাতের ন্যায় শক্ত,
তুমি হৃদয় আকাশে রক্ত বৃষ্টি
জানইত আমি পুরনো ঈশ্বরের এক নুতন ভক্ত।