শান্তি খুঁজি
চাঁদের ঐ স্নেহময় আলোয়,
বটবৃক্ষের শীতল ছায়ায়,
বিপ্লবীর ঐ তেজ ভরা কণ্ঠে,
ধুলোভরা মর্ত্যের উপকণ্ঠে।


শান্তি খুঁজি
সূর্যের ঐ ক্লান্তিহীন দীপ্তিতে,
অনাহারীর তৃপ্তিতে,
যোদ্ধার ঐ জোরালো মুষ্টিতে,
ক্লান্তিঝরা শীতল বৃষ্টিতে।


শান্তি খুঁজি
একুশ কিংবা একাত্তরে,
প্রিয়তমার বাহুডোরে,
মায়ের উষ্ণ আলিঙ্গনে,
পৃথিবীর শীতল রণাঙ্গনে।