তোমার প্রেমে পড়িনি
পড়েছি তোমার ঘন কাল চুলের প্রেমে,
দোষ কিন্তু আমার না,
ওমন বাতাসে কেউ চুল ছেড়ে হাঁটে?


তোমার প্রেমে পড়িনি
পড়েছি তোমার নিকষ কালো চোখের প্রেমে,
দোষ কিন্তু আমার না,
ওমন ঘন করে কেউ কাজল দেয় চোখে?


তোমার প্রেমে পড়িনি
পড়েছি তোমার ঐ জোড়া ওষ্ঠের প্রেমে,
দোষ কিন্তু আমার না,
ওমন করে কেউ লিপস্টিক দেয়?


তোমার প্রেমে পড়িনি
পড়েছি তোমার বাঁকা কোমরের প্রেমে,
দোষ কিন্তু আমার না,
ওমন করে কেউ শাড়ি পড়ে?


তোমার প্রেমে পড়িনি
পড়েছি তোমার মনের প্রেমে,
দোষ কিন্তু আমার না,
ওত সরলও কারও মন হয়?


তোমার প্রেমে পড়িনি
তবে সিদ্ধান্তটা আজ তোমার,
দোষ কিন্তু আমার না,
আমায় ইচ্ছা হলে বাঁচাও কিংবা মার।