আপন কক্ষ্পথে ঘুরে ফিরি, কেউ বিচ্যুত করতে পারেনা,
বদ্ধ জানালায়, রূদ্ধ বাতায়নে স্বাক্ষী অস্ফুট দীর্ঘশ্বাস!
কাগজের পর কাগজ নষ্ট, কত চিন্তা-ভাবনা খায় ফাঁস।
তিলে তিলে হয় আমার প্রতিটি দিবা-রাত্রির
                                   এক কালজয়ী সর্বনাশ।


কবিতা আমার ভালবাসা, কবিতা আমার প্রাণ, তবে
কবিতা যেন মাঝে মাঝে আমাকে গ্রহণে অস্বীকৃতি জানায়।
একটা কবিতা লেখার জন্যে কত চা-সিগারেট পান,
সস্তা কবি, দামী কবিতার কাছে নিজ স্বত্তা হারায়।


কবিতা আমি ভালবাসি, কবিতায় গাই বেসুরে গান,
কবিতার অভাবে জীবনকে দুর্বিসহ মনে হয়,
কবিতা আমার কাছে ফিরে আসো, করুণা হয়,
তোমাতে আমাতে এবেলা যেন প্রণয় হয়।


আচমকা তোমার দেখা, আগ পর্যন্ত কবিতা ছিল আমার
মন-প্রাণ-কাম, আকাশস্পর্শী সাহসিকা।
তোমাকে এখন কবিতার মতই ভালবাসি,
কবিতা এখন আমার প্রাক্তন প্রেমিকা।