রাজনীতি আজ রাজনীতি নেই,
ধ্বংসনীতি বলা যায় চাইলে!
এক কালে সুর তুলত  গিটার যেই,
নষ্ট আওয়াজ বের হয় গাইলে।


রাজনীতি কোন তার ছিড়ে যাওয়া গিটার,
আজকে সারা দেশকে ছিড়ে খাচ্ছে,
রক্তের সংযোগে এক উত্তপ্ত হিটার।


আজকের রাজনীতি মানুষ মারা,
আজকের রাজনীতি অনাথ করা,
আজকের রাজনীতি অগ্নিদগ্ধা,
আজকের রাজনীতি নর্দমার পচা গন্ধে ভরা,
আজকের রাজনীতি বেষ্যার মত ভাল,
আজকের রাজনীতি কাল সূর্যের মত,
আজকের রাজনীতি শাসন করেনা,
                          শোষণে মজা খুঁজে।
রাজনীতিতে নেই কোন সুসংবাদের বার্তা,
স্বর্গ থেকে কাঁদছে শেখ মুজিবের আত্মা।


কষ্টের গান বহু গেয়েছি,
এবার তোমাদের মারব,
তোমার কুশ পুত্তলিকা বহু পুড়িয়েছি,
প্রতিজ্ঞা করলাম,
এবার জ্বলন্ত তোমায় পুড়িয়ে মারব।