ভালবাসার ভাষা কি?
মনের ভাষা কি?
মনের কোন ভাষা আদৌ আছে?
ধর্মের কোন ভাষা আছে?
ভাষা আছেকি রাজনীতির?


আমি কোন উগ্র মানসিকতার
মানুষ নই,
যে তোমাকে জোর করব।
জোড় করে তোমার হাত ধরতে চাইনা,
যেদিন মন চাইবে, ছুঁয়ে দিও।


আমি কোন ধর্ম বিদ্বেষী মানুষ নই,
ঈশ্বরে আমার বিশ্বাস আছে,
বিশ্বাস আছে তোমার উপর।
ধর্মীয় চেতনা নিয়ে খেলবার অভ্যেস নেই,
ধর্মের মত আমার ভালবাসাও একটাই,
হৃদয় কপাটে তোমার নাম মুদ্রিত।


আমি বিজ্ঞানী নই,
চাঁদ, সূর্যের রহস্য আমাকে আকর্ষন করেনা,
তবে তোমার রহস্য উদঘাটন করতে চাই।
পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিনা জানতে
চাইনা মোটেও, তবে আমি যে বৃত্তে আছি,
তার কেন্দ্রে আছ কেবল তুমি।


রাজনীতিবীদরা তো কুকুর,
তাদের বিশ্বাস করনা, কিন্তু আমি কোন
বামপন্থী রাজনীতিবীদ নই,
আমাকে বিশ্বাস কর। কোন মিথ্যে আশ্বাস না,
যা বলছি মন থেকে বলছি,
এ নিয়ে রাজনীতি করবার কিছু নেই।