আন্দোলনের মজা তুমি বুঝবেনা
জনতার শ্বাস-প্রশ্বাসে যখন বাতাস কাঁপে
জনতার বাক্য যখন ঝড় তুলে
জনতার রায় যখন ফুলে ফেঁপে
                 বিপ্লব বিস্ফোরণ ঘটায়।


আন্দোলন মানে সাপের আঁকাবাঁকা ফণা
আন্দোলন মানে বৃষ্টিহীন রামধনু
আন্দোলন মানে মর্ত্যের বুকে প্রথম অনু
স্বপ্নালু চোখে মাঝে মাঝে নীল রঙের
                বিপ্লব বিস্ফোরণ ঘটায়।  


আন্দোলন মানে ঘুমের মাঝে তোমায় স্বপ্ন দেখা
আন্দোলন মানে তোমার কামনায় জেগে ওঠা
আন্দোলন মানে তোমার সুন্দর চুলের উড়ে চলা
তোমার ঐ অনিন্দসুন্দর ভালবাসা যখন হৃদয়ে
                 বিপ্লব বিস্ফোরণ ঘটায়।