চারিদিক যখন হাংগামা, মারামারির লীলাখেলায় মত্ত,
আমরা হারিয়েছিলাম আমাদের শান্তিকামীর মহাতত্ত্ব,
যখন সূর্য ওঠার আরও কয়েক ইঞ্চি দেড়ি ছিল,
যখন আমাবস্যার চাঁদ আর বড় হচ্ছিলনা,
নবাবের বেটারা আমোদের আমোদ করছিল,
কতদিন ধরে সূর্য দেখিনি আমরা  
কেউ মনে করতে পারছিলামনা,
তখন তোমরা কোথা থেকে যেন সূর্য এনেছিলে?
গাছে আমের নতুন মুকুল এনেছিলে?
দুঃখী মায়ের মুখে হাসি এনেছিলে?
বার্ন ইউনিটের দগ্ধদের মুখেও প্রশান্তি এনেছিলে?
বেডে শুয়ে থাকা পা ভাঙ্গার মনে রঙ লাগিয়েছিলে?
লাল রঙ্গা রক্তের উপর লাল রঙ মেরেছিলে?
লালে লালে কাটাকাটি হয়েছিল তখনই
তারপর থেকেই তোমাদের বন্দনা,
শীত পেরুলে যেমন শুরু হয় বসন্ত বন্দনা।


আবারও জিগেস করছি কোথা থেকে সূর্য এনেছিলে?
উত্তরটা নাইবা দাও, শুধু কথা দাও,
আমাদের কোনদিন সূর্যের মুখ না দেখিয়ে রাখবেনা।
নিঃশব্দে আর কতদিন?
বাঘের গর্জন শুনে গেছে সারা বিশ্ব।