বসে বসে তোমার মুখে সূর্য ওঠা দেখছিলাম,
আসলে ছিল সূর্য ওঠার অপেক্ষা,
শেষ কবে সূর্য ওঠা দেখেছি মনে পড়েনা।


বসে বসে তোমার মুখে আমাবস্যা দেখছিলাম,
আসলে ছিল পূর্ণিমার অপেক্ষা,
শেষ কবে একটা সুন্দর গোল চাঁদ দেখেছি মনে পড়েনা।

বসে বসে মোবাইলের স্ক্রীণে তাকিয়ে ছিলাম,
আসলে ছিল তোমার ফোনের অপেক্ষা,
শেষ কবে তোমার সাথে কথা বলেছিলাম মনে পড়েনা।


বসে বসে আয়নার দিকে তাকিয়েছিলাম,
ভাবছিলাম নিজের পরিবর্তিত কুটিল চেহারার কথা,
শেষ কবে নিজের সেই আগের চেহারা দেখেছি মনে পড়েনা।