চাঁদ এখনও উঠেনি আকাশে,
ফুলের সুবাস ছড়ায়নি বাতাসে,
মরুভূমির লু হাওয়া বইবার আগে কাঁদছে,
সাগরের ঢেউ গর্জনের অপেক্ষায়,
বিলাতী মেয়ে খোপায় ফুল দেবে বলে,
লাল শাড়ির অপেক্ষা করছে,
পাগল ছেলেটা ফুল নিয়ে অপেক্ষা করছে,
তার মনের ঝড় থামছেনা, সেই কবে শুরু;
ভিখারীটা এখনও ভিক্ষার খোঁজে, থালা খালি;
একটা ফুটো কড়িও পড়েনি আজ,
গিটারে আজ সুর উঠছেনা, কেবল;
কেবল বিষাদের সুরে মাতাল আমি;
আমার তো অনেক কিছু বলবার ছিল,
আজকে বৃষ্টি পড়বার ছিল, মেঘ তো ডেকেছিল;
আমার তো একটু কাঁদার ছিল, তাও পারিনি;
চড়ুই ছানারটার চোখ ফোটার ছিল;
গাছে একটা ফুল ফোটার ছিল,
আমার তোমাকে কিছু বলার ছিল;
সব থমকে আছে, তুমি, আমি, পৃথিবী;
কোন প্রিয় মুখ থেকে শোনবার ছিল,
না ভালবাসার কোন বাণী নয়, শুধু;
“আজকে তুমি ভাল আছ?”