সিগারেট? না কোন জ্বলন্ত বিপথগামী আলোর মশাল?
প্রকৃতি? না রহস্যে ভরা, আনন্দ-বেদনার উপঢৌকন?
নারী? না কাপড়ের ভেতরে লুকিয়ে থাকা অতৃপ্ত ঈশ্বরী?
কাঁটা? না সামনে এগিয়ে যাবার পরোক্ষ অনুপ্রেরণা?
আকাশ? না তোমার সামনে থাকা মুক্তির সুবাস?
ফুল? না একটা মৃত জৈব সুগন্ধি রঙ্গিন লাশ?
সমাজ? না কোন সংস্কারে ঘেরা কুসংস্কারের আঁস্তাকুড়?
বাবা-মা? না প্রদীপে আলো জ্বেলে শেষ হওয়া কেরোসিন?
তরঙ্গ? নাকি অনুপ্রস্থ সুখ-দুঃখের চিহ্ন?
বন্ধু? না তোমার জীবনের শেষ সূর্য?
প্রেমিকা? না তোমার মানবীশ্বর, মৃত্যুর আগে?
চাঁদ? না কলংকের সাদা পবিত্র আলো?
তুমি? না এক মাংসের আড়ালে ঈর্ষান্বিত পশু?
মানুষ? না কোন কাম-বাসনার যৌন-পরবর্তী কুফল?
রাজনীতি? না নীতির পশ্চাৎ দেশে রক্ষার ভীতি?
মাতৃভূমি?  না তোমার গায়ের সাথে মিশে থাকা মাটি?
পৃথিবী? নাকি কোন নষ্ট ঈশ্বরের বিলাস বেলার খেলনা?