সমুদ্রকে বলেছিলাম আমাকে ঢেউ উপহার দাও
সেদিন সমুদ্র শান্ত ছিল, কথা রাখেনি;
আমার অশান্ত মন তাকে স্পর্শ করেনি!


চাঁদকে বলেছিলাম আরেকটু আলো দিতে,
আলোর তো অভাব ছিলনা, তাও আঁধার;
আমার অন্ধ মন আলোর দেখা পায়নি।


ব্যস্ত নগরীকে বলেছিলাম; একটু শান্ত হও;
আমাকে একটুকরো ফাঁকা রাস্তা দাও,
নগরী দেয়নি, ভীরে চাপা পড়ে আছি।


তোমাকে বলেছিলাম, তোমায় একটু দেখতে চাই;
তোমার সময় হয়নি,
আমার অতৃপ্ত মন তৃপ্তিহীন কাঁদল।