ঠোঁটে লাল, কড়া লিপিস্টিকে যেন
কড়া লিকারের রং চায়ের স্বাদ,
গালে তার জর্দা পানের গন্ধ
লিপিস্টিকের সাথে ঠোঁট লালের সহযাত্রী।
মাথায় লাল ফিতায় করা বেনী যেন
কোন বিষধর গোখড়ার প্রতিচ্ছবি।
সমাজের সবটুকু থুথু তার গায়ে, তবুও
দুষ্টু-পাপী সমাজ রাতে ঠিকই তার পায়ে।
রাত বাড়লে সবাই তার অপবিত্রতা ভুলে যায়;
তখন সে তাদের পবিত্র কোমল ভগরথী।
সতী পির্দার উচ্ছেদের মাঝে দিয়ে
সূচনা হয়েছিল তার সেই নোংরা-পবিত্র পৃথিবীর।
তার শুধু একটাই আফসোস থেকে যায় অগোচরে,
সেই পৃথিবী সৃষ্টির রহস্য যদি কেউ জানত!