সুহাসিনী,
বলেছ আমায় তুমি ভালবাসনি কখনও,
ঠিক আছে, মেনে নিলাম;
তবে আজ যে আমি উদাস হয়েছি,
তবে আজ যে আমি অবেলায় তারা গুনছি,
তবে আজ যে সন্ধ্যে দেখছি হতাশার আকাশে,
এ দায়ভার তবে কার?
তুমি কি তাহলে আমাকে অস্বীকার করবে?


ভালবাসা কোন শিশিরবিন্দু নয়,
যে রাতে এসে তোমায় ভেজাবে আর
সূর্য উঠলে মিলিয়ে যাবে।


ভালবাসাকে আমি চাঁদও বলছিনে,
যার আলো তোমাকে সারা রাত মুগ্ধ করবে,
কিন্তু সে নিজেই অন্যের আলোয় আলোকিত।


ভালবাসা আজ আমার কাছে ক্যান্সার,
যে আমাকে সারাজীবন তিলে তিলে ভোগাবে,
তারপর গলা টিপে মেরে ফেলবে।


প্রতিজ্ঞা করছি সুহাসিনী ;
তোমার স্মৃতি থেকে বারে বারে ফিরে এসে যদি,
তোমাকে আঘাত না করি,
তাহলে আমিও তোমাকে ভালবাসিনি।


তুমি জান তোমার হাসিকে আমি কতটা ভালবাসতাম?