ঘুরতে ঘুরতে একদিন থেমে যাবে এই পৃথিবী;
আমি তুমি কাঁদব বেঁচে থাকবার
শেষ আহ্লাদটুকু নিয়ে;
সেই অশ্রু কেবল মাটিতে গড়াবে,
এটাই বোধহয় নিয়তি।


হাঁটতে হাঁটতে পথের শেষ-এ পৌঁছে যাব;
শেষমেষ অন্ধকার একটা কানাগলি,
এক ইঞ্চিও ফাক নেই যে আলো ঢুকবে;
পথ চলতে চাইব তবু শেষ শক্তিটুকু দিয়ে,
সেই চেষ্টা বিফলেই যাবে,
এটাই বোধহয় নিয়তি।


বাঁচতে বাঁচতে হঠাৎ একদিন মরে যাব,
স্বর্গে যেতে যেতে যাব নরকে,
অন্তহীন আগুনের স্পর্ষে ঝলসে যাবে দেহ, মন;
তখন ঈশ্বরকে বিশ্বাস করতে ইচ্ছে করবে,
কিন্তু ঈশ্বর কোন বরফ নন যে গলে যাবেন,
আগুনে পুড়ে মরতে মরতে মরব,
এটাই বোধহয় নিয়তি।


ভালবাসতে বাসতে একদিন হয়ত দুঃখ দিবে,
তখন আমি তোমায় স্পর্শ করতে চাইব,
তুমি আমার দৃশ্যপট থেকে ধীরে ধীরে
কেবল অদৃশ্যই হতে থাকবে,
যতই আমি তোমাকে কাছে পেতে চাই;
আমার চেহারা সূর্যহীন চাঁদের মত হবে, মলিন;
এটাই বোধহয় নিয়তি।