আমি চেয়েছিলাম পূর্ণতা, হ্যাঁ পূর্ণতা;
একটি জ্যোৎস্না রাতে গোলাকার চাঁদের পূর্ণতা।
কিংবা অমাবস্যায় ঘোর অন্ধকারের পূর্ণতা,
কোন গাছের সকল সবুজ পাতার পূর্ণতা,
কোন খুনের রহস্যের অমীমাংসিত পূর্ণতা।
অপরাজিতা এখানে অনেক ভীর,
তুমি এসোনা এখানে;
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে
ভালবাসার মূল্য এখানে এখনও অনেক কম;
রাস্তায় পড়ে থাকা নগ্নদেহ উন্মাদের সাথে এখানে
আরাম কেদারায় বসে থাকা রুই-কাতলার কোন
পার্থক্য, আজ আমি দেখতে পাইনা;
সম্প্রসারণশীল পৃথিবীও কি আজ পূর্ণতা পেয়েছে?
এ অপূর্ণ পৃথিবীর উপর আজ আমি
অভিমান করলাম;
আমি আর কবিতা লিখবনা, কেননা;
আমি আমার প্রতিটি কবিতার পূর্ণতা চাই,
আমি তোমার আমার ভালবাসার পূর্ণতা চাই।