আত্মহত্যা কি অনেক কষ্টের? কি স্বার্থপর!
আচ্ছা কতটুকু নিষ্ঠুর হলে নিজের জীবন
কেড়ে নেওয়া যায়?
আচ্ছা নিষ্ঠুর বলব ? নাকি দুঃখী?
আচ্ছা কতটুকু হতাশ হলে নিজের জীবন নিয়ে
হতাশ হওয়া যায়?
জীবনের স্বাদ কতটুকু হারিয়ে ফেললে
বিস্বাদ গরল পান করা যায় নিমেষে?
কতটুকু ব্যথা ভেতরে থাকলে
সহ্য করা যায় গলায় দড়ি দিয়ে ফাঁসের ব্যথা?
চারপাশের উপর কতটুকু বিরক্তি থাকলে
চোখ বন্ধ করে চিলেকোঠার উপর থেকে
ঝাপ দেওয়া যায়?
তোমরা বুঝবে যখন আমার মত
আঙ্গুলের ফাক দিয়ে তোমাদের পৃথিবীও
গলে বেরিয়ে যাবে।
এসব প্রশ্নের উত্তর আমি জানিনে, বুঝিনে;
তবে আজ আমি আত্মহত্যা করব,
আজ আমি তোমাকে পৃথিবীর কাছে ছেড়ে যাব,
আর,আমার আত্মহত্যার কারণ তোমাকে
অভিশাপ হয়ে তাড়িয়ে বেড়াবে।