প্রথম দিকে আকাশটা আরও নীল ছিল,
কোন পূর্বাভাস পাইনি,
হঠাৎ করে ঝড়,
আকাশটা লাল হয়ে গেল,
মেঘগুলো কার ভয়ে যেন দৌড়ে পালাচ্ছিল,
হঠাৎ আকাশের আর্তনাদধ্বনি,
পৃথিবীর বুকে যেন কোন শনি,
এই নীল আকাশ লাল হয়ে পরে কাল হল,
এই ভর দুপুর বেলা যেন অন্ধকার রাত হল,
হঠাৎ আকাশ হিংস্র হয়ে ওঠে,
গর্জনে গর্জনে মুখরিত পৃথিবী মঞ্চ,
সেই হিংস্র আকাশ হঠাৎ শিশুর মত কেঁদে ওঠে,
তার অশ্রু ফোঁটা আমায় আঘাত করে হাজার মাইল দূর থেকে,
আকাশের দুঃখের তো কারণ পাইনা,
তবে কি আকাশ আমার দুঃখেই কেঁদেছিল?