আমার ছিন্নমূল স্বপ্নগুলোও ঘর বাঁধতে চায়,
আমার এই বিধ্বস্থ মনও শান্ত হতে চায়,
আমার উদ্বাস্তু মন কোথাও ঠাই পেতে চায়,
আমার রণক্লান্ত শরীর আবারও যুদ্ধ করতে চায়,
আমার কাপড়ে বাঁধা চোখ সূর্যাস্ত দেখতে চায়,
আমার এ নষ্ট জন্ম আবার পুনর্জন্ম চায়,
আমার পুরনো স্মৃতি আবার ফিরে আসতে চায়,
আমার বিদ্রোহী স্বত্তা একটি কবিতা লিখতে চায়,
আমার সিগারেট জ্বলা ঠোঁট কাউকে চুমু খেতে চায়,
আমার এ ঠান্ডা হাত কাউকে স্পর্শ করতে চায়,
আমার এ ব্যাথিত মন আবার প্রেমিক হতে চায়,
আমার বিকারগ্রস্থ মন আবার নেশা করতে চায়,
আমার হতভাগা জীবন তোমাকে পেতে চায়।