বার বার চোখ বুজে আসছিল,
কি বাতাস! সামনে এগুনো যাচ্ছিলনা,
শরীরের সবটুকু শক্তি ক্ষয় করেও না,
বাতাস কেমন যেন বিষাক্ত,
কার্বন মনোক্সাইড নামের ভালবাসা আছে,
এ বাতাসে আফিম এর নেশা আছে,
এ বাতাসে কামনা আছে,
বাসনা আছে, তবে ভালবাসা নেই;
কেমন যেন উষ্ণ,
এ কোন সাধারণ বাতাস নয়,
নিঃশ্বাস বন্ধ করা বাতাস,
দুঃখ ভরা বাতাস,
হতাশা ভরা বাতাস,
বাতাসে যেন কিসের গন্ধ,
পুকুরে ডুবে থাকা কচুরিপানা,
এ বাতাস কেঁটে কেঁটে সামনে
সাঁতরে এগিয়ে যেতে হবে,
পেছনে কেবল বাতাসের
গন্ধের আগাছা পড়ে রবে,
এ বাতাসকে আমি ভালবাসতে পারিনি,
এ বাতাস আমার হাতে সিগারেট ধরিয়েছিল,
কিন্তু সে সিগারেট নেভাতে পারেনি,
এ বাতাস আমাকে গ্রীষ্মে
শীতল করতে পারেনি,
বরং দম বন্ধ হয়ে এসেছিল।
এ বাতাসে কোন সুগন্ধ নেই,
কেমন যেন উঁতকো বোটকা গন্ধ,
এ বাতাস আমার হয়েও আমার হয়নি,
বাতাসের দাপটে ভেঙ্গেছে
আমার পাহাড়সম বিশ্বাস,
এ বাতাসে আমি শান্তি পাইনি,
এ বাতাস ভালবাসার বৃষ্টিগুলোকে
একেবঁকে দিগ্বিদিক ছুটিয়ে নিয়ে গেছে,
আমি সে বৃষ্টিতে ভিজতে পারিনি;
এ বাতাসে কখনও নেবনা
ভালবাসার নিশ্বাস।