ভালবাসার পটভূমি ব্যাখ্যা করতে পারবনা,
সব তো তুই জানিস;
কখন থেকে তোর জন্যে আমার এই,
ঐতিহাসিক ভালবাসার উদ্ভব।
এখনও আমার হতবিহ্বল বিদ্রোহী হৃদয়
তাকিয়ে থাকে তোর স্বৈরাচারী চোখে,
তোর কাছে নিয়ে আমার সব অধিকার
ভাল করে দেখ,
নিয়ে এসেছি হৃদয়ে লিখে পোস্টার।
তোকে ঘিরেই আজ আমার,
সুখ-দুঃখ, আশা-হতাশা;
আমি চাই তোর স্বতঃস্ফূর্ত ভালবাসা।
তুই কি ভালবাসবিনা?
আমার অধিকার দিবিনা?
আমার এ আন্দোলন তোর
মন কাড়তে পারেনি?
একা হয়ে আন্দোলন করছি,
পাশে এসে দাঁড়া?
নাহয় তুই একনায়কই হ;
আমি গণতন্ত্র চাইনে,
গ্রহণ করব তোর স্বৈরাচারী ভালবাসা।
তোর আহ্লাদ ভরা শাসন,আর;
মাঝে মাঝে তোকে রাগাব,
ক্ষণিক পরে আবার,
আলতো করে হাত ধরে
তোর সেই রাগ ভাঙ্গাব।