যে রোদ এত নিষ্ঠুর,
যে রোদ এত নোংরা,
যে রোদে এত কষ্ট,
যে রোদে আমার মায়ের উদ্বিগ্ন নিঃশ্বাস,
যে রোদ আমার ভাইকে পুড়িয়ে মারে,
যে রোদ আমার বোনের সম্ভ্রমের প্রতি আক্রমণ,
যে রোদে পাখিরা গান গায়না,
যে রোদ আমার বাবাকে খাঁটিয়ে মারে,
যে রোদ শ্রমিকের ঘামের মূল্য দেয়না,
সে রোদ চাইনা আমি!
সে রোদ আজ আমাকে জ্বালাতে পারবেনা!


যে রোদে প্রেম হয়না,
যে রোদে কপোত-কপোতীরা চুমু খায়না স্বস্তিতে,
সে রোদে পুতুল খেলা আর জমছেনা,
এ রোদের মঞ্চ নাটকে আর অভিনয় করবনা,
যে রোদে কেবল নোংরা রাজনীতিকেই ছায়া দেয়;
এর চেয়ে গ্রীষ্মের রোদ ঢের ভাল,
গায়ে জ্বালা করে, দগ্ধ করে, খুন করেনা;
ঘাম ঝড়ে, রক্ত না, অশ্রু না;
আজ আমি হার না মানা বরফ হব,
পারলে আমাকে পুড়িয়ে মার।


রোদে গলে বরফ থেকে পানি হব,
দরকার হলে বাষ্প হব,
তারপর আমার প্রেমিকার শীতল স্পর্শে আবার বরফ হব,
তার চোখের দিকে চেয়ে
আবার কঠিন হব;
প্রেমিকার হাত ধরে সেই রোদে চষে বেড়াব,
উত্তপ্ত বিভীষিকা, রাজপথ;
কোন এক পাখির গানে সুর পাবে আমাদের প্রেম;
পারলে আমাকে পুড়িয়ে মার।