প্রিয়তমা,    
তোমাকে এই সম্বোধনে প্রথম কখন ডেকেছিলাম,
তোমার কি মনে আছে?
আমি না সেদিনটা একদমই ভুলতে পারিনা,
সেই দিন পেড়িয়ে মাস হয়ে গেল কত,
একদিন বছর পেড়িয়ে যাবে,
হয়ে যাবে যুগ,
যুগান্তরের শেষের দিকে এসে
দিগন্তের শেষের দিকে দাঁড়িয়ে
চিৎকার করে বলব
“প্রিয়তমা তোমায় ভালবাসি”,
সেদিনকের ডাকে এখনকার মত তুমি সাড়া দিও প্লিজ।


দিনে দিনে তোমাকে নিয়ে লেখা হয়ে গেছে
কত বেখেয়ালি কবিতা,
ভালবাসার কবিতা;
প্রেমের কবিতা;
অভিমানী কবিতা;
জীবনের আয়ুরেখার শেষ বিন্দুতেও যেন
তোমায় নিয়ে কোন প্রেমের কবিতা এ কবিমন
প্রেম ভরে লিখে যেতে পারে।


মন-ফড়িঙ্গের গল্প কত হয়ে গেছে বলা,
কত নিয়ন-আলোতে হাত ধরে হাঁটা,
কত আকাশের দিকে তাকিয়ে তোমার কথা ভাবা,
তোমায় নিয়ে বেলা অবেলায় কত স্বপ্ন দেখা,
তোমায় নিয়ে স্বপ্নে কতবার
ভালবাসার দিঘির জলে পা ভেজানো,
স্বপ্নে কতবার ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙ্গে
তোমার হাতে চা খাওয়া,
তোমাকে হাত ধরে এনে আমার পাশে বসানো,
কপালে ছোট্ট করে এঁকে দেওয়া চুমু,
একদিন এ স্বপ্ন সত্যি হবে প্রিয়তমা,
তুমি শুধু আমার হাতটা ধরে রেখ।