হে সমুদ্র আমায় ক্ষমা কর,
তোমার জলে পা ভেজাতে পারিনি,
তোমার স্রোতে আমি গা ভাসতে পারিনি,
তোমার জোয়ার-ভাটার খেলা দেখতে পারিনি,
তোমার দেখানো বালুচরে হাঁটতে পারিনি,
কি এক দম্ভে নিজেই
নিজের সৈকত,
নিজের সমুদ্র,
নিজের বেলাভূমি,
তৈরি করে নিজেই সে জোয়ারের বেগে ভেসে
হারিয়ে গিয়েছি আবার ভাটার টানে,
নিজেই উপলব্ধি করতে পারিনি,
এখন যখন সেই অনুভূতি রক্ত হয়ে
আমার শরীরের প্রতিটি কোষকে
ক্যান্সারের মত ধ্বংস করছে,
তখন সেই সমুদ্রই আর আমার গান গায়না।
এমন জানলে সেই তখনই আংগুল গুলিয়ে
তোমার বালুচরে আমার আর
আমার প্রিয়ার নাম খোদাই করে দিয়ে আসতাম।
বিদ্রুপ করছ আমার দিকে চেয়ে? কর, কিন্তু
তুমি কেন? তোমার মত হাজার সাগরেরও
সাধ্যি ছিলনা নাম ক্ষয় করতে পারত,
এই এখন আমার দাম্ভিক বিশ্বাস।