শুনেছিলাম শাড়ি পরলে মেয়েদের নাকি
সুন্দর লাগে, আজ তার মাত্রা দেখলাম,
ঈশ্বর কি এই শাড়ি জিনিসটা বংগ ললনাদের জন্যেই বানালেন?


তোমার ঐ অপরিপক্ব শাড়ি পরে হাঁটার সৌন্দর্য দেখে হাঁটতে ভুলে যাচ্ছিলাম।
তোমার শাড়ির কুচির সামলানো দেখে মনে হল
পৃথিবীর সব সৌন্দর্য বুঝি তোমার ঐ বিরক্তি মাখা হাসিতে লুকিয়ে আছে।
তোমার ঐ ছেড়ে দেওয়া চুল যেন
উদোম পিঠে স্বর্ণলতার মত খেলছিল।
হতাশাবাদী আমি, চাঁদের সৌন্দর্য দেখে দুঃখ ভুলবার ছল করি,
তোমার কপালে ঐ টিপটা দেখে চাঁদের কথা একটুকু সময়ের জন্যে হলেও ভুলে গেলাম।
তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে যদি
ইসরাফিল শিংগায় ফুঁ দিত,
আমি বোধহয় টের পেতামনা।
প্রিয়তমা, আজ আরেকবার নতুন করে তোমার প্রেমে পড়লাম,
আনমনে ভাবছি শাড়ি তোমার সৌন্দর্য বাড়াল না তুমি শাড়ির?
প্রশ্ন করি তোমায়?
শাড়ি পরে তোমার আমায় একবারও দেখাতে ইচ্ছে করছিল?
তুমি শাড়ি পরেছ শুনেই না আমার, তোমায় দেখতে বড্ড মন চাইছিল।