একদিন.....
একদিন আমার আকাশেও
ঝলমলে রোদের পায়চারী
ছিলো অবিরাম,
আমি তখন আপন মনে
পুতুল খেলছিলাম।


পুতুল মেয়ের বিয়ে দিলাম
মায়ের ভূমিকায়,
কখন যেন কেমন করে
সব হারিয়ে যায়।


শখের পুতুল সখির বাড়ি
শূন্য ফাঁকা ঘর,
দিন বদলের দিনে আমি
সবার হলাম পর।


আমিও সেদিন পুতুল ছিলাম
আপন আঙ্গিনায়,
মা'কে আমার কাঁদিয়ে গেলাম
অন্য ঠিকানায়।


মা কাঁদেন-কাঁদেন বাবা
আর কাঁদে না কেউ,
আকাশ জুড়ে দেখেন তাঁরা
দানব মেঘের ঢেউ।


মেঘের ছায়ায় কাটিয়ে বেলা
সাঙ্গ যখন সকল খেলা,
বাঁচার মতো বাঁচবো বলে
ঢেউ এর বিপরীতে,
একাই আমি যোদ্ধা হলাম
জীবন নগরীতে।