ছেলে তোমার উঠছে বেড়ে
স্নেহ ছায়া তলে ,
চোখে হারাও-বিপদ এলে
ভাসো আঁখি জলে ।
তার সুখেতে হাসো তুমি
কাঁদো তার দুখে ,
স্বপ্ন আশা একাই তুমি
বাঁধো আপন বুকে ।
ছেলে তোমার মানুষ হবে
পেয়ে সু-শিক্ষা ,
নামী দামী বিদ্যাপীঠে
নিচ্ছে সে দীক্ষা ।
অর্থ যোগান দেবার পিছে
ছুটছো দিবা রাত্রি ,
খোঁজ কি রাখো; যুগের ট্রেনে
তোমার ছেলে যাত্রী !
যুগের সাথে তাল মিলিয়ে
ক্লাব সিনেমায় যায় ,
নাম করা সব রেস্টুরেন্টে
দামী খাবার খায় ।
তোমরা শুধু দিয়েই গেলে
খোঁজ নিলে না তার ,
তার জীবনে ফুটছে আলো
নাকি অন্ধকার ।
ব্যস্ত জীবন দুর্বিষহ
শান্তি উধাও ঘরে ,
বাবা মায়ের রোষানলে
ছেলের কাঁপন ধরে ।
টগবগে সে তরুণ মনে
জেগে ওঠে ক্ষোভ ,
হারিয়ে ফেলে হতাশ ক্ষণে
বেঁচে থাকার লোভ ।
ঘর ছেড়ে সে কোথায় গেল
কারা তার সঙ্গী ,
এতো দিনের পরে জানলে
তারা এখন জঙ্গী ।