হিম সমীরে শীতের আমেজ
বইছে প্রভাত-সাঁঝে,
মুক্তো ঝরা শিশির বিন্দু
হরিৎ ঘাসের মাঝে।


রাঙা রবি সোনা রঙে
হাসে কণক ভোর,
রাতের আঁধার ফুরিয়ে তবে
স্বপ্ন খোলে দোর।


ঢেউ দোলানো সোনা রঙে
সোনা ফসল মাঠে,
কৃষক জুটির সময় গুলো
কর্ম ব্যস্ত কাটে।


ঘরে এলো নতুন ফসল
মন মাতানো ঘ্রাণ,
স্বপ্ন সুখে উঠলো নেচে
উঠলো হেসে প্রাণ।


পিঠে পুলি পায়েস হবে
উঠছে কলরব,
বছর ঘুরে আবার এলো
নবান্ন উৎসব।