মাধুর্যহীন রূপে যখনই চেয়ে দেখি তোমাকে,
আমার ভেতরের শূণ্যতাটুকু যেন আরো বেশি শূণ্যতা ভূষণে সাজিয়ে তোলে নিজেকে ।
তাল লয়হীন সুর মূর্ছনায় বেজে ওঠে বেদনার সুর,
দূর দিগন্ত ছুঁয়ে আসা বিরহ গিটার
হৃদয়ের আঙ্গিনায় তোলে বিমূর্ত তোলপাড় ।
তুমি তোমার মাধুর্য হারিয়ে
এক রঙা শাড়ীতে কেন আবার এলে আজ---
কোথায় তোমার ধূসর ছাপা শাড়ী,
কোথায় সেই শুভ্রতার সাজ?
তোমার ধূসর ছাপা নীল শাড়ী
শুভ্র সাজ--হোক যত এবড়ো থেবড়ো,আনাড়ি
সে সাজ হৃদয়ের কথা বলে,
সে সাজে ভূবন মোহিনী রূপ থাকে
তুমি জানো না নীলাম্বরী ।