এখনো দিনের আলো হারায় রাতের গভীরে,
রাতের আঁধার বিলীন হয় সোনালী ভোরে ।
এখনো শ্রাবণের বুকে আষাঢ় হারায়,
শ্রাবণ ঝড়ে অঝোর ধারায় ।
এখনো শিশুদের মুখরতায় মুখরিত গ্রাম,
থেকে থেকে ভেসে আসে সেই মধুর নাম ।
এখনো কাক কবুতর চড়ুই শালিক ময়না টিয়ে  পাখ-পাখালি,
ক্ষণে ক্ষণে করে ওরা ভীষণ ডাকাডাকি ।
অমা রাতের কালো আঁধার
হারায় বুকে নীল জোছনার ।
আর আমি ?
আমি এখনো প্রতীক্ষায় থাকি-অন্তহীন প্রতীক্ষা....... যদি সময় হয় তার,
খসড়া কবিতা পড়ে শোনাবার ।