সেই যে সে-বার একাত্তরে
যুদ্ধ হয়েছিলো,
স্বাধীনতার জন্য সবাই
তুমুল লড়েছিলো।
একমাস নয় দুইমাস নয়
টানা নয়টি মাস,
মুক্তির জন্য যুদ্ধ বেলায়
কত সর্বনাশ।
মা হারালো কত ছেলে
বৌ হারালো পতি,
কত নারী বলি হলো
হলো কত ক্ষতি।
বাংলা মায়ের দামালেরা
রইলো না কেউ বসে,
যুদ্ধ মাঠে কোমর বেঁধে
করলো লড়াই কষে।
পাক্ সেনাদের হাতে পড়ে
গেলো কত প্রাণ,
তবু তারা উঠলো গেয়ে
স্বাধীনতার গান।
স্বাধীনতার জয় পতাকা
উড়লো বিজয় মাসে,
লড়াই শেষে স্বাধীনতা
সত্যিই কি আসে!
না আসে না-সে তো কেবল
মুষ্টিমেয় লোকের,
সবুজ শ্যামল মায়ের বুকে
পড়লো ছায়া শোকের।
খুন খারাবি গুম হত্যায়
স্বাধীনতা আছে,
স্বাধীন মানুষ হার মেনে নেয়
নষ্ট লোকের কাছে।
চোর ডাকাত আর ছিনতাইকারী
ধর্ষক ভরা দেশ,
কবে হবে বন্ধ এসব
অনাচারের শেষ?
সবুজ মায়ের রাঙা বুকে
স্বপ্ন হবে চাষ,
স্বাধীনতায় কাটবে লোকের
স্বাধীন বারমাস।।