নীলিমা উঠিল জাগি ,
ধরারূপ দেখিবার লাগি ।
বনে বনে নানান ফুল,
চারিদিকে শুরু হুলস্থুল ।
মৌমাছি উঠিল গুঞ্জে ,
নামহারা বনানী কুঞ্জে ।              
সমীরে পলাশের ঘ্রাণ,
সুগন্ধে জুড়ালো প্রাণ ।
ভোমরা উঠেছে গুঞ্জরি,
ফুঁটেছে শিমূল মঞ্জরি ।            
কোকিল ধরেছে গান,            
এযে বসন্তের আহবান ।