স্বর্ণালী শরতের স্নিগ্ধ বিকেলে
একমুঠো বাঁকা চাঁদের হাসি...
তাই দিলে তুমি,
বিনিময়ে তোমার কৃষ্ণকবরীতে
দু'হাতে জড়িয়ে দিলেম একগুচ্ছ শেফালিকা,
ঘাসফুল তুলে নাক ফুল
কমলকলি তুলে টিকলি,
করকমলে জড়িয়ে দিলেম ঝরা বকুলের বালা,
মনে পড়ে অঞ্জলি...
এভাবে তোমায় একদিন ভালবেসেছিলেম ।
শুভ্র বলাকার ঝরা পালকে
দূরের নীলিমা সেজেছিল সেদিন,
দখিনা মলয়ে দোলেছিল বনবীথি ।
বনফুলের সুরভী সিক্ত পৃথ্বি,
শাখায় শাখায় দোয়েলের শিস্,
বেণুবনে কঞ্চিতে বসা
ফিঙের কোলাহল মূখর চারিধার ।
পথে পথে ঘাস ফড়িং
পদ্মাকরে চঞ্চলা প্রজাপতি
ফুলের জলসায় মধুকর মেতেছিল প্রণয় লীলায় ।
তোমার ললাটে তর্জনীর স্পর্শ...
আমার হৃদয় গহনে
শত নদীর ধারায় জেগেছিল শীতল শিহরণ ।
মনে পড়ে অঞ্জলি...
এমন ক্ষণে হৃদয়ের বাতায়ন মেলে
তোমায়, একদিন ভালবেসেছিলেম ।