তুমি যখন পৌছুলে
তখন শেষ বিকেলের গায়ে নরম রোদ লুকোচুরি খেলছিল।
অপেক্ষার প্রহর গুনে গুনে আমি ক্লান্ত।


তুমি দিঘির পাশে বসলে, বললে: একটা সিগারেট খাই?
আমি বললাম: বেশ।


কচুরিপানার ভেসে যাওয়া দেখলে, দেখলে গোলাপী পদ্ম ফুটে থাকা,
দেখলে লুকিয়ে চুরিয়ে আমাকেও।
তোমার স্বপ্নাতুর চোখে তখন উড়ছিল হাজারো প্রজাপতি,
আর আমার চোখেও জ্বলছিল সহস্র তারার মেলা।


আধো আলো আধো গোধূলিতে
আমার দুহাত ধরে চোখে চোখ রেখে বললে:
I could never sleep with you.
Rather stay awake the whole time and love to make love to you.


তুমি যখন আমাতে, আমি আর আমাতে ছিলাম না।
আমি হয়েছিলাম অন্যকিছু।
বুনোফুল ....... সাঁওতালি মেয়ে ......
আর তোমার পোষমানা
পদ্মভ্রমর।