আমায় দাও কল্পনায় একটা অলিক সংসার
আমায় দাও একটা রাত্রির জন্য একটা ঘর
আর দাও গাইবার জন্য একটা গান
বেলি ফুল চুলে বেঁধে, খুব করে সিঁদুর পরে
কবিতা পড়ার জন্য একটা বিকেল ...


এর বিনিময়ে –
আমার রক্তের লাল কনিকাগুলো
তারা করে ঝুলিয়া দেব তোমার আকাশে;


তখন তুমি এক ঝলক শান্তির ঘুম ঘুমিয়ে নিও ওর নিচে।


শুনছ কি তুমি ? শুনতে পাচ্ছ ?
আমি যে চিত্কার করে বলছি এসব প্রতিটা প্রার্থনায় ---


যেমনটা কসভোর আলাভোলা গর্ভিনী বলে,
'কোথায় প্রসব করব আমার সন্তান' ?


কাঁটাতারের বেড়া দেয়া সীমান্তে বিপন্ন যোদ্ধা বলে,
'কোথায় যুদ্ধ করব আমি' ?


ধ্বসে যাওয়া বাস্তুভিটায় ফিলিস্তিনি বৃদ্ধ প্রলাপ বকে যায়,
'কোথায় ঈশ্বর' ?


মাতৃভূমি থেকে বিতাড়িত হাজার মানুষের বিদীর্ণ হাহাকার,
'হায় হায় '!


আমিও ঠায় গেড়ে বসি –
ওদেরই সাথে শবাসনে,
স্বচ্ছ আলো ঘেরা সাদা মেঘের উপর বছরের পর বছর,


নয়তো যুগের,
অথবা শতবর্ষের পর .....