মৃতরা ঘুমাতে যায়
শুধু নতুন কোনো দেশে জেগে ওঠার জন্য ...


আমার গন্তব্য?
মিঠে সরোবর, নরম আকাশ
আর চিরজীবী গোলাপের দেশ।


বিলাপকারীদের চিত্কার যেন রোদনভরা বিদ্রুপ!
কতবার বলেছি –
আমার যাবার সময় কেঁদো না
বিলাপ কোরো না তোমরা।


কথা দিচ্ছি,
গান হব, বৃক্ষ হব, স্বপ্ন হব
আঙ্গুর বাগানে ফুল হব
পাখি হব –
সীমানা পেরিয়ে সীমানাহীন মাত্রায় উড়ে বেড়াব।


আমার মাংসগুলো ছেঁটে ফেলতে হবে না আর,
বিষাক্ত বাষ্পে নিশ্বাস নিতে হবে না আবার কখনো


বিভত্স চিত্কার করে ক্লাসিকাল ভঙ্গিতে কেউ বলবে না,
'আবার তুমি?
তোমাকে আমি হত্যা করব আর কতবার?'


আমার শরীরটা এবার ঠিকই পরে থাকবে মোড়ের গলিতে
আমার রক্ত রুইয়ে দেবে তোমার মসজিদের উঠানটা .......