আমার এই নগ্নদেহ তোমার জন্য শস্যক্ষেত,
যে শস্যক্ষেতে তুমি লাঙ্গল চালিয়ে বীজ বুনতে চাও …
চিরে চিরে দেখো আমায়।


আমার জন্ম ছিল তোমাতে উত্সর্গ হবার জন্যই
তুমিও বেঁচে ছিলে জন্মান্তর থেকে জন্মান্তরে
ভাবলেশহীন লক্ষ্যবিহীনভাবে ...
যুগ যুগ শতবর্ষ পর তুমি এসেছ আমার উর্বর ভূমিতে তোমার বীজ বুনতে।


তুমি থেমে থাকতে পারো না যখন আমায় দেখো
তোমার হাত দুটো বেয়ে চলে ...
এখানে সেখানে শরীরী খেলায় আদরে আদরে ভাসিয়ে দাও
বারবার জেনে না জেনে,
বুঝে না বুঝে,
ভালোবেসে না বেসে।


তোমার আগুন ছড়িয়ে দাও ভাবলেশহীনভাবে আমার গভীরে ....
আমাকে পোড়াও।
আমায় নিয়েছ যতবার, চেয়েছ, খেলেছ, রেখেছ, ফেলেছ
তবে কেন এখনো জড়িয়ে রাখতে চাও তোমার অতলান্তিকে?


তোমার তৃষ্ণার্ত বুকে
জল চাওয়া আর বাধছাড়া স্বপ্ন দেখা
শুধু আমাকেই ঘিরে।


বোঝোনি কি পেয়েছিলে, বোঝোনি কি হারালে,
তুমি চির ক্ষুধার্থ, চির পিপাসু, চির দুঃখী
অনন্তকাল বেদনায় পোড়খাওয়া আমার প্রেমিক পুরুষ।


বুঝতে পারবে কখনো
ভালবাসার রং হয় এত গাঢ় ?