দুষ্টুমির দোষে
ভাইকে দিলাম মার,
হয়তো খুব জোড়ে
লেগেছিল পায়ে তার।


জলজল চোখে
আমার দিকে চায়,
বলছে না’ক কিছু
বড় আমি তায়।


সামান্যতে আমি
রেগে যাব এত,
এমন করে ভুলেও
ভাবেনি সেতো।


খানিক পরে ভাবলাম
এ কি করলাম হায়!
দিনটা পুরো গেল আমার
সেই অনুশোচনায়।


ঘুমাতে যেয়ে বিছানায়
ঘুম না'ক ধরে,
বলি হয়তো এমনি হয়
রক্তের টানে।


জাপটে ধরে বুকে তারে
নিলাম কাছে টেনে,
চোখের জল গড়িয়ে যেন
সুখের স্বর্গ ভাসে।