কি জানি আজ হইয়া গেল আমার
জীবনে এতো গরমিল আমার
যে আশায় আশা বাঁধি
সেই আশা নাহি পূরণ হয়...
কি করে বাঁধবো দয়াল
আশা নামে সংসার
সব কিছুতে পাই আমি নিরাশায়
বালু চরের মরুভূমি।
কি দিয়ে বাঁধবো আমার মনের ঘর
না বসাতে পারি কোনো কাজে আর মন
সবই হল আমার পরাশর ঘর
এ যেন জীবনের ই হেরফের-
সব আশা মুকুলে ঝড়ে পরে যায়
বন্ধু ছাড়া আমি এখন একাকার।